• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

রাজাপুরে করোনা ভাইরাস রোধে ছিটানো হচ্ছে ব্লিচিং মিশ্রিত পানি

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২০  


ঝালকাঠির রাজাপুরে করোনা ভাইরাস বিস্তার রোধে স্থানীয় প্রশাসনকে সহযোগীতা করতে মাঠে রয়েছে সেনাবাহিনী। উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সেনা সদস্যদের টহল দিতে দেখা গেছে। রাস্তা ও গুরুত্বপূর্ণ স্থানে যাতে সাধারন মানুষ জমায়েত হতে না পারে সে সব স্থানে সেনা সদ্যদের টহল অব্যাহত থাকবে। এ ছাড়াও উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নজরদারি রাখা হয়েছে। সাধারন মানুষ যাতে অহেতুক তাদের ঘরের বাইরে বের না হয় এবং বাজারে অপ্রয়োজনে চলাচল করতে না পারে সে লক্ষে প্রশাসনের টহল জোরদার করা হয়েছে।
এদিকে উপজেলা সদরের গুরুত্তপূর্ণ রাস্তা ঘাট সহ বিভিন্ন স্থানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে ব্লিচিং পাউডার মিশ্রিত পানি দিয়ে জীবানু মুক্ত করা হচ্ছে। করোনার প্রার্দুভাব কমাতে দীর্ঘদিন যাবৎ সব ধরনের মার্কেট, দোকানঘর বন্ধ রাখা হয়েছে শুধু খোলা রাখা হয়েছে ঔষধ, কাচা বাজার ও মুদি-মনোহরীর দোকান। 
জনসচেতনতা বৃদ্ধির জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চালিয়ে যাওয়া হচ্ছে মাইকিং। বলা হচ্ছে আতঙ্কি না হয়ে ঘরে থাকতে, অতি প্রয়োজন ছাড়া বাহিরে বের না হতে এবং মাস্ক পড়া সহ সামাজিক দুরত্ব বজায় থাকতে। 

ঝালকাঠি আজকাল