• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

রাজাপুরে ইটভাটায় অভিযান, ১জনকে কারাদন্ড দিলেন ভ্রাম্যমান আদালত

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২০  

রাজাপুর প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে অবৈধ ইটের পাজা প্রস্তুতের দায়ে মোঃ জামাল হোসেন খান (৩৮) নামের এক যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে  উপজেলার গালুয়া ইউনিয়নের চাড়াখালি এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সোহাগ হাওলাদার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ দন্ড প্রদান করেন।
দন্ডপ্রাপ্ত জামাল হোসেন খান উপজেলার চারাখালী এলাকার মৃত কাছেম খানের পুত্র। স্থানীয়রা জানায়, এ বছর মৌসুম শুরুর আগে থেকেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধ ইটের পাঁজা না পোড়ার জন্য উপজেলায় গনবিজ্ঞপ্তি ও মাইকিং করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অবৈধ ইটের পাজা তৈরির খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে পুলিশের সহযোগীতায় জামালকে আটক করে। কাঁচা ইট গুলো নষ্ট করে দেয়া হয় এবং পাজার মালিককে ইট প্রস্তুত ও বাটা স্থাপন নিয়ন্ত্রন আইন ২০১৩ সংশোধিত ২০১৯ আইনে ১ বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

 

ঝালকাঠি আজকাল