• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

রাজাপুরে আর্ন্তজাতিক অভিবাসী দিবস পালিত

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০১৯  


“দক্ষ হয়ে বিদেশ গেলে, অর্থ সম্মান দুই-ই মেলে”  এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির রাজাপুরে র‌্যালী ও আলোচনার মধ্য দিয়ে পালিত হয়েছে আর্ন্তজাতিক অভিবাসী দিবস। বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বর থেকে র‌্যালী শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হাওলাদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ মনিরউজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মনিরউজ্জামান বলেন, বর্তমান সরকার কারিগড়ি শিক্ষা সহ যুব ও ক্রীড়া মন্ত্রনালয় এর মাধ্যমে বিভিন্ন কর্মশালা বা প্রশিক্ষন দিয়ে থাকেন। আর এই সকল প্রশিক্ষন পেয়ে দেশে যেমনি ভাবে কর্মদক্ষতা বৃদ্ধি করে অর্থ উপার্জন করতে পারে তেমনি ভাবে বিদেশে গেলে অর্থের পাশাপাশি সম্মানও বৃদ্ধি হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলআমিন বাকলাইয়ের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিয়া হায়দার খান লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু সহ প্রমূখ।     
 

ঝালকাঠি আজকাল