• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

যেসব বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে সতর্ক ভারত

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০১৯  

আগামী মাসের শুরু থেকেই ভারতের মাটিতে টি-টোয়েন্টি এবং টেস্ট সিরিজ অভিযান শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। কাগজে কলমে দুই দেশের শক্তির পার্থক্য আকাশ-পাতাল। মাঠের খেলায় ভারতীয়রা অনেক বেশি ভয়ংকর এবং পেশাদার। তবে সর্বশেষ কয়েকটি টি-টোয়েন্টি লড়াই বাংলাদেশের অনুপ্রেরণা। তারকাবহুল ভারতীয় দলকে যেমন মোকাবেলার পরিকল্পনা করছে সাকিবরা, তেমনি টাইগারদের নিয়েও ছক কষছে রবি শাস্ত্রীর দল। ভারতের একটি দৈনিকে উঠে এসেছে এমন তথ্য।

'পদ্মা পাড়ের কাঁটা' শিরোনামে বাংলাদেশের যে খেলোয়াড়রা ভারতের সামনে সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারেন, তাদের নিয়ে প্রতিবেদন করেছে ভারতের শীর্ষ সংবাদপত্র। স্বাভাবিকভাবেই ভারতের প্রথম টার্গেট সাকিব আল হাসান। গত বিশ্বকাপে অসামান্য পারফর্মেন্স করে নিজেকে নতুন করে চিনিয়েছেন। বিশ্বসেরা অল-রাউন্ডারকে নিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, 'বাংলাদেশের ক্যাপ্টেন বিশ্বের অন্যতম সেরা অল-রাউন্ডার। দীর্ঘদিন ধরে আইপিএল খেলার সুবাদে ভারতের উইকেট সম্পর্কে ধারণা রয়েছে তার।'

'কাটার মাস্টার' খ্যাত পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়ে বলা হয়েছে, 'বাঁহাতি পেসার আইপিএলে হায়দরাবাদ ও মুম্বাইয়ের হয়ে খেলেছেন। ডেথ ওভারে ম্যাচ ঘুরিয়ে দেয়ার ক্ষমতা রাখেন।' মি. ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিমকে নিয়ে তাদের মন্তব্য, 'বাংলাদেশের উইকেটকিপারের অভিজ্ঞতা বিশাল। ৮১টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন। বড় শট নেয়ার ক্ষমতা রয়েছে।' মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে লেখা হয়েছে, 'অভিজ্ঞ অল-রাউন্ডার। ব্যাট হাতে মিডল অর্ডারে টিমের বড় ভরসা। প্রয়োজনে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন।'

বাস্তবতা হলো, ভারত সফরে রওনা দেওয়ার আগেই বাংলাদেশ দুটি ধাক্কা খেয়েছে। চোটের কারণে ছিটকে গেছেন পেস বোলিং অল-রাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। আর সবচেয়ে বড় ধাক্কা হলো, সফর থেকে দেশের সেরা ব্যাটসম্যান তামিম ইকবালের নাম প্রত্যাহার। স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ায় তিনি ভারত সফর মিস করছেন। এই দুজনকে হারিয়ে বাংলাদেশ স্বাভাবিকভাবেই শক্তি হারিয়েছে। তাদের অনুপস্থিতিতে সিনিয়রদের পাশাপাশি সৌম্য সরকার, লিটন দাস, মুস্তাফিজ, মোসাদ্দেক, আল-আমিনদের মতো তরুণদের জ্বলে উঠতে হবে।

ঝালকাঠি আজকাল