• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

বঙ্গবন্ধুর পছন্দের খাবার

মুড়ি মাখা

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৯ মার্চ ২০২০  

মশলা তৈরির জন্য:

প্রথমে পরিমাণমতো পেঁয়াজ, আদা, শুকনো মরিচের গুঁড়া, হলুদ, সরিষা বাটা, রসুন ও লবণ নিন। এরপর কড়াইয়ে সামান্য পানি ও সামান্য তেল দিয়ে কিছুক্ষণ এগুলো সেদ্ধ করতে হবে। পানি যখন শুষে নেয়ার মতো অবস্থায় আসবে ঠিক তখনই আবার তেল এবং গরম মসলা দিয়ে নাড়তে থাকতে হবে।

মাংসের ঝোলের মতো হয়ে ঘন হয়ে আসলে চুলা বন্ধ করে দিন। লবণ বেশি পরিমাণে দিলে অল্প দিনে তেলে দুর্ঘন্ধ আসবে এমনকি স্বাদ নষ্ট হয়ে যেতে পারে। তাই লবণ পরিমাণমতো দিন।

মুড়ি মাখানো:

তৈরি করা মশলা, চানাচুর,সরষের তেল,ভাজা বাদাম,ধনেপাতা কুচি,বিট লবণ ও লেবুর রস,টমেটু কুচি একসাথে মুড়ি দিয়ে মেখে পরিবেশন করুণ।

ঝালকাঠি আজকাল