• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

মুজিব বাঙালির সোনার খনি: ইনু

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২০  

 

তথ্যমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সোনার খনি হিসেবে আখ্যায়িত করেছেন। বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন।
তিনি বলেছেন, মুজিব বাঙালি জাতির চিরায়ত দর্শন-আদর্শ-নৈতিকতা-সংস্কৃতি ও সংগ্রামের সোনার খনি। মুজিব বর্ষে মুজিব নামের সোনার খনি খুঁড়ে মুজিবাদর্শকে বের করার পাশাপাশি তরুণ প্রজন্মকে উজ্জীবিত করতে হবে । জাতীয় চেতনার পূর্ণ জাগরণের জন্য মুজিব বর্ষে মুজিবের আদর্শকে জানতে হবে ।
এসময় জাসদ সভাপতি ইনু ভেড়ামারা পাইলট সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বঙ্গবন্ধু’র কর্ণার উদ্বোধন করেন। এর আগে ভেড়ামারা উপজেলা শিল্পকলা একাডেমীর সংস্কার কাজের উদ্বোধন করেন হাসানুল হক ইনু।

ঝালকাঠি আজকাল