• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

মুজিব বর্ষ উপলক্ষে তিন দশক পরে জয়বাংলা ব্যান্ডের গান

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২০  

৮০র দশকে লন্ডনের বর্ণবাদ বিরোধী আন্দোলনেও বাঙালির জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন অনুপ্রেরণা। ওই সময় পূর্ব লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত তরুণদের নেতৃত্বে বর্ণবাদবিরোধী যে আন্দোলন হয়েছিলো তাঁকে কেন্দ্র করে গড়ে উঠেছিলো ‘জয় বাংলা ব্যান্ড’। ব্রিটেনে বেড়ে ওঠা দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের ব্রিটিশ-বাঙালি তরুণদের উদ্যোগেই মূলত গঠিত হয়েছিল ব্যান্ডটি। ওই সময় ‘জয় বাংলা ব্যান্ড’ই ছিল প্রথম কোনো বাঙালি ব্যান্ড, যা ব্রিটিশ মূলধারার টেলিভিশিনগুলোতে বাংলা সঙ্গীত পরিবেশ করত।

৮০র দশকের শেষ দিকে গঠিত এই ‘জয় বাংলা ব্যান্ড’ তাদের একটি পুরোনো গান ‘মুজিব বর্ষ’ উপলক্ষে এবার পুনরায় মুক্তি দিয়েছে।

গানটির নাম ‘রঙিন ভালোবাসা’ এবং গীতিকার ও সুরকার ব্যান্ড সদস্য জয়। গানটি গেয়েছেন তিন শিল্পী জয়, পাশা ও আনসার। কিবোর্ডে ছিলেন আমিন ও গিটারে সুলতান।

গানটি রচনা করা হয়েছিল ৮০ দশকের শেষ দিকে যখন বর্ণবাদ বিরোধী আন্দোলন তুঙ্গে তখন। ভিডিওতে ধারণ করা হয় ১৯৯১ সালে।

গানের মধ্যে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের কিছু অংশ আছে। ব্যান্ড সদস্যদের দাবি, বঙ্গবন্ধুর ভাষণের এই অংশ বর্ণবাদ বিরোধী আন্দোলনের অনুপ্রেরণা হিসাবে গানে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

ব্যান্ড সদস্য আনসার আহমেদ উল্লা বলেন, বাঙালি জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষে এ বছরটি মুজিব বর্ষ হিসাবে পালন করছে বাংলাদেশ। আর তাই ‘জয় বাংলা ব্যান্ড’ ইউটিউবে গানটি পুনরায় মুক্তি দিয়েছে।

ঝালকাঠি আজকাল