• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ময়নাতদন্ত প্রতিবেদন দিতে হবে ১০ দিনের মধ্যে: হাইকোর্ট

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৬ মে ২০১৯  

হত্যার ঘটনায় দায়ের হওয়া প্রতিটি মামলার তদন্ত কর্মকর্তাকে সুরতহাল ও ময়নাতদন্ত রিপোর্ট ১০ দিনের মধ্যে সংশ্লিষ্ট চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত (সিএমএম) ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (সিজিএম) দাখিল করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে বাগেরহাটের মোড়েলগঞ্জের একটি জোড়া খুন মামলার তদন্ত কর্মকর্তা ঠাকুর দাস মণ্ডল আদালতের তলবে হাজির হন। এরপর তিনি সংশ্লিষ্ট মামলার সুরতহাল রিপোর্ট ও ময়নাতদন্ত রিপোর্ট দাখিল না করার বিষয়ে ব্যাখ্যা দেন। তখন আদালত হত্যাকাণ্ডের ঘটনায় হওয়া প্রতিটি মামলার সুরতহাল ও ময়নাতদন্ত রিপোর্ট ১০ দিনের মধ্যে তদন্ত কর্মকর্তাদের সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আদালতে দাখিল করার নির্দেশ দেন।

ঝালকাঠি আজকাল