• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

‘ইত্যাদি’র মাধ্যমে অভিনয়ে ফিরছেন খ্যাতিমান দুই শিল্পী

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৯  

 

‘মধ্যম আয়ের পথে বাংলাদেশ’ এই শিরনামকে সামনে রেখে দেশের সার্বিক উন্নয়ন চিত্র বই আকারে সারা দেশের মানুষের হাতে হাতে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছে পরিকল্পনা মন্ত্রণালয়।

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, স্বাধীনতার পর প্রথমবারের মতো এমন একটি উদ্যোগ নিয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়। যার মধ্যে ১৯৭২ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত সকল উন্নয়ন চিত্র ঠাঁই পাবে।

মন্ত্রণালয় সূত্র থেকে আরো জানা গেছে, এই বই তৈরির কাজ করছে পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগ। চলতি মাসের শেষের দিকে সকল তথ্য বিজি প্রেসে পাঠানো হবে। ১৬ই ডিসেম্বরের আগেই ‘মধ্যম আয়ের পথে বাংলাদেশ’ নামক বইটি সারাদেশে ছড়িয়ে দেবে সরকার।

প্রথম পর্যায়ে সরকারি সকল দপ্তরে পৌঁছে দেয়া হবে বইটি। এর পরে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও ইউএনও জেলা প্রশাসক, নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সবার হাতে বই পৌঁছে দেয়া হবে।

বই প্রকাশ প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ‘বর্তমানে সারাদেশে উন্নয়নের জোয়ার বইছে। তার চিত্র আমরা বাসা থেকে বের হলেই দেখতে পাই। রাস্তা ঘাটের দিকে তাকালেই এই সকল উন্নয়নের চিত্র স্পষ্ট দেখতে পাচ্ছি। সরকার কী কী উন্নয়ন করেছে এটা সবার জানার অধিকার আছে। এই জন্য আমরা বই আকারে সকল কিছু প্রকাশ করতে যাচ্ছি।’

তিনি বলেন, ‘স্বাধীনতার পর এই প্রথমবারের মতো দেশের উন্নয়ন চিত্র বই আকারে প্রকাশ করতে যাচ্ছি। ১৯৭২ সাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত সকল তথ্য থাকবে এখানে। বইটি বিনামূল্যে বিতরণ করা হবে।’

ঝালকাঠি আজকাল