• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ভূমিমন্ত্রীর মেজবানে প্রধানমন্ত্রী,ছিলেন মন্ত্রিপরিষদ সদস্যরা

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২০  

 

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশন এলাকায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে মেজবানে উপস্থিত ছিলেন বলে জানিয়েছে ভূমি মন্ত্রণালয়।
 
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এনইসি সভা শেষে এই মেজবানের আয়োজন করা হয় বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
 
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমিমন্ত্রী পরিকল্পনা কমিশন এলাকায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের আয়োজন করেন।
 
‘প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ার সদয় সম্মতি জ্ঞাপন করে মেজবানে উপস্থিত ছিলেন।’
 
এছাড়া মন্ত্রিপরিষদের সদস্য, সচিব, পরিকল্পনা কমিশনের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট বিটের সাংবাদিকসহ অন্যরাও মেজবানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 
 
জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শেষে মধ্যাহ্ন বিরতিতে শুরু হওয়া মেজবানে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি (গরুর) মাংস ছাড়াও মেজবানের মেন্যুতে আরও ছিল গরুর কালো ভুনা, খাসির মাংস, লাউ দিয়ে বুটের ডাল, নলার ঝোল, বোরহানি ও সালাদ।

ঝালকাঠি আজকাল