• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতা: কওমি ছাত্র ঐক্য পরিষদ নেতা গ্রেফতার

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৪ মে ২০২১  

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের তাণ্ডবে জড়িত থাকার অভিযোগে জেলা কওমি ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা বিল্লাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার বিকেলে জেলা শহরের কান্দিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিল্লাল হোসেন একই এলাকার জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার শিক্ষক।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মুহাম্মদ শাহজাহান বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় সহিংসতার ঘটনার একাধিক ভিডিও ফুটেজে বিল্লালকে দেখা গেছে। তার গতিবিধি আগে থেকেই সাদা পোশাকে পর্যবেক্ষণ করছিল পুলিশ। সোমবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়। যেহেতু একাধিক ভিডিও ফুটেজে বিল্লালকে দেখা গেছে, তাই তাকে একাধিক মামলায় গ্রেফতার দেখানো হবে।

২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তাণ্ডব চালায় মাদরাসাছাত্র ও হেফাজতে ইসলামের কর্মীরা। তারা প্রায় অর্ধশতাধিক সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

ঝালকাঠি আজকাল