• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

বান্দরবানে ১০টি দেশীয় এলজিসহ গুলি উদ্ধার

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২০  

বান্দরবানের রুমা উপজেলা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি উদ্ধার করেছে বিজিবি। রোববার (২৯ নভেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে। বিজিবি সূত্রে জানা যায়, জেলার রুমা উপজেলার গ‍্যালেঙ্গা ইউনিয়নের দুর্গম জৈয়তুন পাড়ার পাহাড়ের শসস্ত্র সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালিয়ে ১০টি দেশীয় তৈরি এলজি, ১৭০ রাউন্ড বিভিন্ন অস্ত্রের গুলি ও ২ সেট পোশাক (ইউনিফর্ম), এসএমজি আগ্নেয়াস্ত্রের ১টি ম‍্যাগজিন সহ সন্ত্রাসীদের ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এসময় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা  যায়নি।

ধারনা করা হচ্ছে, অস্ত্র ও পোষাকগুলো মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী শসস্ত্র গ্রুপ আরাকান লিবারেশন পার্টি (এএলপি)-র। সংগঠনটি দীর্ঘদিন ধরে উক্ত এলাকায় অবস্থান করে অপরাধ মূলক কর্মকান্ড সংগঠিত করে আসছিল।

এই বিষয়ে বিজিবি বলিপাড়া ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সানভীর হাসান মজুমদার জানান, রুমার জৈয়তুন পাড়ার পাহাড়ে সন্ত্রাসীদের একটি গ্রুপ কিছুদিন ধরে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও সামরিক পোশাক উদ্ধার করা হয়। এদিকে এই বিষয়ে বিজিবির পক্ষ থেকে রুমা থানায় রোববার একটি জিডি করা হয়েছে বলে নিশ্চিত করেন রুমা থানার ডিউটি অফিসার।

ঝালকাঠি আজকাল