• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

বন্যায় প্রায় ২শ’ কোটি টাকার ফসলের ক্ষতি: কৃষিমন্ত্রী

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৮ আগস্ট ২০১৯  

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক জানিয়েছেন, এবারের বন্যায় সারাদেশে প্রায় ২০০ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। কৃষকের এই ক্ষতি পুষিয়ে দেয়ার জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ আছে মন্ত্রণালয়ে। ইতিমধ্যে ১২০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, প্রয়োজনে বরাদ্দ আরও বাড়ানো হবে।

রোববার (১৮ আগস্ট) দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কৃষিমন্ত্রী।

তিনি আরো জানান, এবারের বন্যায় বীজতলা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যেসব এলাকা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে বিনামূল্যে বীজ ও সার সরবরাহ করা হবে বলেও জানান মন্ত্রী।

এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকান্ডের সাথে জিয়াউর রহমান সরাসরি জড়িত ছিল। 

মন্ত্রী জানান, বঙ্গবন্ধু হত্যাকান্ডের সাথে জিয়উর রহমানের সংশ্লিষ্টার বিষয়টি ধীরে ধীরে স্পস্ট হয়ে উঠছে। ১৯৭৫ থেকে ৯৬ সাল পর্যন্ত সুপরিকল্পিতভাবে স্বাধীনতার চেতনাকে ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেন মন্ত্রী। এমনকি আদর্শের ভিত্তিতে দেশ পরিচালনায় বিএনপি’র কোন উদ্যোগ ছিলনা বলেও জানান কৃষিমন্ত্রী। 

তিনি বলেন, ‘জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যায় সরাসরি জড়িত ছিলেন। মওদুদরা আদর্শিক শয়তান। এই সব শয়তানদের কারণে দেশ বার বার পিছিয়ে গেছে। বিএনপি যখনই ক্ষমতায় এসেছে ৭৫’র খুনি ও ৭১’র পরাজিত শক্তির এজেন্ডা বাস্তবায়ন করেছে।’

এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নাসিরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ঝালকাঠি আজকাল