• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

বগুড়ায় কমিটি পুনর্গঠনের নামে নতুন কৌশলে তারেক, আতঙ্কে ত্যাগীরা!

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৮ আগস্ট ২০১৯  

বগুড়া জেলা বিএনপির আওতাধীন সব উপজেলা, পৌর, ইউনিয়ন এবং ওয়ার্ড কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৬ আগস্ট) বিকালে সংগঠনের আহ্বায়ক কমিটির সভা শেষে রাতে প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।

জানা গেছে, পূর্ব ঘোষণা ছাড়াই শুক্রবার বিকালে শহরের সূত্রাপুর রিয়াজ কাজী লেনে তারেক রহমানের বাসভবনে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোহাম্মদ সিরাজের সভাপতিত্বে একটি সভা অনুষ্ঠিত হয়। মুষ্টিমেয় কয়েকজন নেতার উপস্থিতিতে বগুড়া বিএনপির সব উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত দেয়া হয়। কমিটি বিলুপ্তের সিদ্ধান্তে তারেক রহমানের বিশেষ নির্দেশ আছে বলেও জানানো হয়।

বগুড়া জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট একেএম সাইফুল ইসলাম জানান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে একটি আলোচনা সভায় বগুড়া জেলা বিএনপির সব উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি আমরা অবগত ছিলাম না। তবে জানতে পেরেছি- কমিটির ভেঙে দেয়াতে তারেক রহমানের বিশেষ নির্দেশ রয়েছে।

এমন প্রেক্ষাপটে আতঙ্কে পড়েছেন বিএনপির ত্যাগী নেতারা। তারা বলছেন, বিএনপিকে ঢেলে সাজাতে এবং পক্ষের শক্তিকে চাঙ্গা করতেই তারেক রহমান হঠাৎ করেই এমন সিদ্ধান্ত দিয়েছেন। কেননা, বগুড়ায় খালেদা ও তারেকপন্থী দুইটি গ্রুপে বিভক্ত। খালেদাপন্থী নেতাদের আধিপত্য কমিয়ে তারেক রহমানের নিজ স্বার্থ চরিতার্থ করতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও সন্দেহ প্রকাশ করছেন তারা।

এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক বগুড়া জেলা বিএনপির একজন নেতা বলেন, সারা দেশের কমিটি বিলুপ্ত হওয়ার পর যেসব অভিযোগ উঠেছে তাতে দেখা গেছে ত্যাগীদের মূল্যায়ন করা হচ্ছে না। এমন প্রেক্ষাপটে হঠাৎ বগুড়ার সকল কমিটি বিলুপ্তের বিষয়টি সন্দেহজনক। তারেক রহমান বগুড়াকে হাতের মুঠোয় আনতে একটি কৌশল করবেন তা আগেই আমরা ধারণা করেছিলাম। তিনি আসলে বগুড়ায় খালেদা জিয়ার আধিপত্যকে নিজের আয়ত্তে নিতে এইসব প্রচেষ্টা চালাচ্ছেন। আর তা বাস্তবায়ন করতে কমিটিতে পদ দেয়া হবে তাদের পক্ষের নেতাদের। ফলে স্বভাবতই আমরা আতঙ্কিত হবোই।

কমিটি বিলুপ্ত ঘোষণার পর নেতাদের মধ্যে আতঙ্কের পাশাপাশি ক্ষোভের সঞ্চার হয়েছে বলেও জানান এই নেতা।

ঝালকাঠি আজকাল