• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে খেলোয়ার, প্রশিক্ষকদের আর্থিক সহায়তা

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২০  

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ খেলোয়ার,প্রশিক্ষক ও সংগঠকদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১২ টায় জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, সাবেকল মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার পৃষ্ঠপোষক আমির হোসেন আমু এমপি ভিডিও কনফারেন্স সংযুক্তি ছিলেন।

জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি এডিসি মো: আরিফুল ইসলাম সভাপতিত্বে উদ্ধোধক ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ জোহর আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু। অন্যদের মধ্যে মহিলা ক্রীড়া সংস্থার সম্পদিকা ইসরাত জাহান সোনালী ও সুবিধাভোগীদের পক্ষ থেকে মো: আবু সহিদ বক্তব্য রাখেন। পরে সহায়তা অর্র্থ তুলে দেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী।

জেলার ৫০ জন খেলোয়ার, প্রশিক্ষক ও সংগঠকদের মধ্যে ৩ লাখ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়েছে। করোনা ভাইরাসের প্রাদূর্ভাবের কারনে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ খেলোয়ার, প্রশিক্ষক ও সংগঠকদের প্রত্যেককে ৭ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

ঝালকাঠি আজকাল