• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
প্রতিজ্ঞা করেছিলাম ফিরে আসবোই: শেখ হাসিনা জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি: শেখ হাসিনা আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে আছে : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর

পাকিস্তানে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দল

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৯  

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দল। আসন্ন সফরে দু’টি তিন দিনের ম্যাচ ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। নিরাপত্তা বিষয়ে সবুজ সংকেত পাওয়ায় পাকিস্তানে দল পাঠানোর সিদ্বান্ত নেয়া হয়েছে বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা জানিয়েছেন।

তিন দিনের ম্যাচ দিয়ে শুরু হবে সফর। তার আগে দুই দিন অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ দল। ২৫ অক্টোবর থেকে রাওয়ালপিন্ডির কেআরএল ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে তিন দিনের প্রথম ম্যাচ। সিরিজের সব ম্যাচই অনুষ্ঠিত হবে এ স্টেডিয়ামে। ৩০ অক্টোবর থেকে শুরু হবে দ্বিতীয় তিন দিনের ম্যাচ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে ৪,৬ ও ৮ নভেম্বর। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সবগুলো ম্যাচই সরাসরি সম্প্রচার করবে বলে বিসিবির পক্ষ থেকে জানানো হয়।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল : তানবীর আলম শাম, অনিক চাকি, নাইম আহমেদ (অধিনায়ক), রেদোয়ান হোসেন সিয়াম, আমির হোসেন আসিফ, মিনহাজুল হাসান মগ, তৌহিদুল ইসলাম ফেরদৌস, মাজহারুল হক রুপম, আরাফাত ইসলাম, লিয়ম হোসেন, শামসুল ইসলাম ইপোন, আহসান হাবিব লিওন, মোহাম্মদ মুশফিক হাসান, আশিকুর জামান ও আহম্মদ শরীফ।

স্ট্যান্ড-বাই : নাইম ইসলাম, মোহাম্মদ হানিফ বিশ্বাস, রাকিবুল ইসলাম অনিক, ফাহিম হাবিব মোর্শেদ, ফয়সাল খান মাহফুজ।

ঝালকাঠি আজকাল