• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

পাকস্থলীতে ইয়াবা, শাহজালালে যাত্রী গ্রেপ্তার

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৫ জুন ২০২১  

কক্সবাজার থেকে ঢাকার ফ্লাইটে ওঠার আগেই ২ হাজার ৬৭০ পিস ইয়াবা গিলে ফেলেন মোহাম্মদ শহীদুল্লাহ।কক্সবাজার থেকে পাকস্থলীতে বহন করে দুই হাজার ৬৭০ পিস ইয়াবা নিয়ে ঢাকায় আসার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। সোমবার (১৪ জুন) রাতে ইউএস বাংলার কক্সবাজার ফ্লাইটে ঢাকায় আসেন তিনি। গ্রেফতার হওয়া যাত্রী মোহাম্মদ শহীদুল্লাহ (৪২)।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্ত ব্যক্তি কক্সবাজার থেকে ঢাকার ফ্লাইটে ওঠার আগেই ২ হাজার ৬৭০ পিস ইয়াবা গিলে ফেলেন। তার বাড়ি কক্সবাজারের রামু উপজেলায়।

সোমবার রাত আটটায় কক্সবাজার থেকে ঢাকায় নামার পর বিমানবন্দর আর্মড পুলিশ তাকে সন্দেহবশত আটক করে। এসময় তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি পাকস্থলীতে ইয়াবা বহনের কথা স্বীকার করেন। এক্সরে পরীক্ষা করার পর অভিযুক্তের পাকস্থলীতে ইয়াবার অস্তিত্ব নিশ্চিত হয়।

পরবর্তীতে অভিযুক্ত প্রাকৃতিক কার্যের মাধ্যমে তার পাকস্থলী থেকে একে একে ৫৮ টি পুটলি বের করে আনেন যার মধ্য থেকে ২ হাজার ৬৭০ পিস ইয়াবা পাওয়া যায়। অভিযুক্তের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশ।

ঝালকাঠি আজকাল