• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

নলছিটিতে কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ করেছেন এমপি আমু

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০১৯  

ঝালকাঠিতে খরিফ-১ মৌসুমে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় এক হাজার চারশ (১৪০০) কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য ও শিল্পমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু আজ শনিবার দুপুরে নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষকদের হাতে বীজ-সার তুলে দিয়ে কর্মসূচি উদ্বোধন করেন। কৃষি সম্প্রসারণ অধিদফতরের এ কার্যক্রমের আওতায় প্রতিজন কৃষক এক বিঘা জমিতে উচ্চফলনশীল (উফশী) আউশ ধান চাষের জন্য পাঁচ কেজি বীজ এবং ১৫ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার পাবেন। 
সদর উপজেলা নির্বাহী অফিসার মো. আশ্রাফুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, উপজেলা কৃষি কর্মকর্তা ইসরাত জাহান মিলী বক্তাব্য রাখেন। এ সময় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সালাহউদ্দিন আহম্মেদ সালেক,জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমানসহ কৃষি বিভাগের কর্মকর্তা ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। 


 

ঝালকাঠি আজকাল