• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

তথ্য কমিশনের সাথে ঝালকাঠিতে ‘ভিডিও কনফারেন্স’

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২০  

 

তথ্য অধিকার আইন আরও কার্যকর করার মাধ্যমে তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্য অধিকার নিশ্চিতকরণের লক্ষে ‘ভিডিও কনফারেন্স’ এর মাধ্যমে তথ্য কমিশনের সাথে ঝালকাঠির জেলা ও উপজেলা তথ্য অধিকার বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে অনুষ্ঠিত এ ভিডিও কনফারেন্সে ঢাকার তথ্য কমিশন থেকে প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। ঢাকা থেকে তথ্য কমিশনার সুরাইয়া বেগম ও বরিশাল থেকে বিভাগীয় কমিশনার মোহাম্মদ ইয়ামিন চৌধুরী ছিলেন বিশেষ আলোচক। 
ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলীর সভাপতিত্বে সদর উপজেলা নির্বাহী অফিসার তানিয়া ফেরদৌস, রাজাপুরের উপজেলা নির্বাহী অফিসার সোহাগ হাওলাদার, কাঠালিয়ার উপজেলা নির্বাহী অফিসার আখন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন, মহিলা বিষয়ক অধিদফতরের উপপরিচালক মোঃ আলতাফ হোসেন ও  সচেতন নাগরিক কমিটির (সনাক) ভারপ্রাপ্ত সভাপতি হেমায়েত উদ্দিন হিমু তথ্য অধিকার আইন বাস্তবায়নের বিভিন্ন দিক তুলে ধরেন। মাঠ পর্যায়ে তথ্য অধিকার আইন আরও কার্যকর করার লক্ষে তথ্য কমিশন থেকে বিভিন্ন নির্দেশনা দেয়া হয়। জেলা ও উপজেলা তথ্য অধিকার বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ঝালকাঠি আজকাল