• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে ৭ জেলে আটক, এক বছর করে কারাদন্ড জাল, নৌকা ও ইলিশ জব্দ

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২০  

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে জেলা প্রশাসকের নেতৃত্বে অভিযান চালিয়ে ৭ জেলেকে আটক করা হয়েছে। এসময় ৫০ হাজার মিটার কারেন্ট জাল, ৯টি মাছ ধরার নৌকা ও ৩০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। আটক জেলেদের এক বছর করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতরাত থেকে আজ সকাল ১০টা পর্যন্ত জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করে।

জেলা মৎস্য কর্মকর্তা বাবুল কৃষ্ণ ওঝা জানান, সুগন্ধা নদীর নলছিটি উপজেলার বিভিন্ন পয়েন্টে জেলেরা ইলিশ ধরার সময় জেলা প্রশাসক মোঃ জোহর আলীর নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় ৭ জেলেকে আটক করে পুলিশ। নদী ও জেলেদের বাড়িতে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল, ৯টি মাছ ধরার নৌকা ও ৩০ কেজি ইলিশ জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এনডিসি আহমেদ হাছান আটক জেলেদের কারাদন্ড প্রদান করেন। জব্দ করা জালগুলো সুগন্ধা নদীর তীরে পুড়িয়ে ফেলা হয়। জব্দ করা ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।

ঝালকাঠি আজকাল