• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে ২০০ মে. টন চাল ও ৫ লাখ টাকা বরাদ্ধ করেছে সরকার

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৫ মার্চ ২০২০  

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি জেলায় করোনা ভাইরাস জনিত পরিস্থিতির কারণে কর্মজীবী মানুষের সহায়তার প্রদান করার জন্য সরকারি ভাবে  ২০০ মে. টন চাল ও ৫ লাখ টাকা জেলা প্রশাসন বরাদ্ধ পেয়েছে। এই চাল করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ কর্মজীবী পরিবারগুলিকে সহায়তা প্রদান করা হবে।

ইতিমধ্যে ইউনিয়ন পর্যায় থেকে কর্মজীবী পরিবারগুলির মাঠ পর্যায়ের তালিকা তৈরি করে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে ইউনিয়ন পরিষদ জমা দিয়েছে। ঝালকাঠি জেলার ৪টি উপজেলায় ৩২টি ইউনিয়নের তালিকা দেওয়া হয়েছে।

এছাড়া পৌরসভা পৃথক ভাবে এই শ্রেণীভূক্ত পরিবারের তালিকা তৈরি করে জেলা প্রশাসনের কাছে জমা দিবেন। যাচাই বাছাই শেষে এই তালিকাভুক্ত ব্যাক্তিদের সহায়তা প্রদান করা হবে। ইতিমধ্যেই কিছুকিছু পরিবার দরখাস্ত নিয়ে জেলা প্রশাসক কার্যালয় ভীর জমাচ্ছে। এই বরাদ্ধ প্রয়োজন অনুযায়ী আরও বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন ।

 

ঝালকাঠি আজকাল