• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে মুজিব বর্ষে গৃহ নির্মান প্রকল্প গুরুত্ব পাচ্ছে

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৬ মার্চ ২০২০  

 

মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার এই ৫টি মৌলিক চাহিদার মধ্যে এবছর মুজিব বর্ষ উপলক্ষে বাসস্থানের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেছে সরকার। ঝালকাঠি জেলায় যাদের জমি আছে কিন্তু ঘর নাই বা জরাজির্ণ এই শ্রেনীভুক্ত পরিবারকে এবং যাদের জায়গা বা ঘর নেই সেই সকল ভূমিহীন পরিবারের জন্য আবাসন প্রকল্প নির্মান করছে সরকার ঝালকাঠির জেলার ৪টি উপজেলায় জমি আছে কিন্তু বসবাসযোগ্য ঘর নেই সেই সকল পরিবারের সংখ্যা ৩৯৯৯ টি। এদের মধ্যে ১ লাখ টাকা ব্যায়ে ৯ কোটি ১০ লাখ টাকা নির্মান প্রকল্পে ব্যায় করে সরকার ৯১০ টি পরিবারকে গৃহ নির্মান করে দিয়েছেন । এই মুজিব বর্ষে প্রাথমিক পর্যায় প্রকল্পের ব্যয় মূল্যয়ন করে ১ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে আরও ৯৭টি গৃহ নির্মান করার জন্য সরকার বরাদ্ধ দিয়েছে। এর মধ্যে ঝালকাঠি সদর উপজেলায় ৩৩টি, নলছিটি উপজেলায় ৩৪ টি, রাজাপুর উপজেলায় ১৮ টি ও কাঠালিয়া উপজেলায় ১২ টি। এই ৯৭টি গৃহ নির্মানের জন্য সরকার ১ কোটি ১৬ লাভ ৪০ হাজার টাকা বরাদ্ধ দিয়েছে এবং প্রকল্পের তালিকা দ্রুত যাচাই বাছাই করে বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া
হচ্ছে। এছাড়াও যাদের জমি বা ঘর কোন কিছুই নাই এমন ভূমিহীন পরিবাদের আবাসন প্রকল্প তৈরি করে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই মুজিববর্ষেই ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের কুনিহারী গ্রামে ১ জন বৃত্তশালী ব্যাক্তির দান করা আড়াই বিঘা জমির উপরে ৪০টি পরিবারকে পুনর্বাসন করার জন্য সেনাবাহিনীর তত্বাবধানে আবাসন প্রকল্প
তৈরি করা হয়েছে। সম্প্রতি সেনাবাহিনী এই আবাসন প্রকল্প নির্মান কাজ শেষ করে ঝালকাঠি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার কাছে এই আবাসন প্রকল্পটি হস্তান্তর করেছে। ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মন্ত্রী পরিষদ বিভাগের ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা প্রশাসনকে মানুষের গৃহ নির্মান করে দেওয়ার জন্য প্রস্তাব এবং বরাদ্ধকৃত অর্থ দিয়ে দ্রুততার সাথে গৃহ নির্মান করে দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে। ভিডিও কনফারেন্সে ঝালকাঠির জেলার প্রশাসক মোঃ জোহর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আরিফুল ইসলাম, সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার এস.পি সার্কেল এম.এম মাহামুদ হাসান সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঝালকাঠি আজকাল