• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে মুক্তিযোদ্ধাদের পুনঃ যাচাই-বাছাই শুরু

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০১৯  

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে মুক্তিযোদ্ধাদের পুনঃযাচাই বাছাই শুরু হয়েছে। আজ রবিবার ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ৩ সদস্যের বাছাই কমিটি, যাচাই বাছাইয়ের কাজ শুরু করেছে।

ঝালকাঠি সদর উপজেলায় ৭৬৬ জন ভাতাভোগী মুক্তিযোদ্ধা রয়েছে। সদর উপজেলার ১০টি ইউনিয়নে আরও ১৩৮ জন আবেদনকারীর মধ্য থেকে যাচাই বাছাই করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের নামের তালিক মন্ত্রনালয়ের পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ধারাবাহিক ভাবে জেলার ৪টি উপজেলায় নতুন আবেদনকারীদের যাচাই বছাই করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা কেন্দ্রে পাঠানো হবে।

মুক্তিযোদ্ধা সহিদ ইমাম পাশা ও জেলা প্রশাসকের প্রতিনিধি মনোয়ার খান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌস এই ৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি বাছাই কাজ করছেন।
 

ঝালকাঠি আজকাল