• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে মন্দিরের প্রতিমা ভাংচুরের দায়ে এক কিশোরকে ২বছর কারাদন্ড

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০২১  

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কিশোর আদালত মন্দিরের প্রতিমা ভাংচুর ও ঘরে আগুন দেয়ার দায়ে মোঃ উজ্জল হোসেন মিয়া(১৭) ওরফে বাপ্পি মিয়াকে ২ বছরের কারাদন্ড প্রদান করেছে। মোঃ উজ্জল মিয়া শুক্তাগড় গ্রামের সিদ্দিক হোসেনের পূত্র। বৃহস্পতিবার এই আদালতের বিচারক মোঃ শহিদুল্লাহ রায় প্রদান করেন। ২০১৪ সালের ৪ মার্চ রাজাপুর উপজেলার শুক্তাগড় গ্রামের উত্তম কুমার বিশ্বাসের বসত বাড়িতে আগুন দেয়া হয় এবং বাড়ি সংলগ্ন ৩টি মন্দিরে প্রতিমা ভাংচুর করা হয়। প্রতিবেশি সিদ্দিক হোসেনের সাথে জমি জমা সংক্রান্ত বিরোধের সূত্র ধরে এই ঘটনা ঘটেছে। এতে ১ লক্ষ ৪৯ হাজার টাকার ক্ষতি সাধিত হয়। এই ঘটনার পরে উত্তম কুমার বিশ্বাস বাদী হয়ে রাজাপুর থানায় ৬ জনকে আসামী করে মামলা দায়ের করেন। আসামীদের মধ্যে উজ্জল হোসেন মিয়া অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় এই আদালতে তার বিচার সম্পন্ন হয়েছে। এবং  অন্য আসামীদের বিচার কাজ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চলছে। রায় প্রদানকালীন সাজা প্রাপ্ত আসামী অনুপস্থিত ছিল।

এদিকে ঝালকাঠির সিনিয়ন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় ১ বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামী স্বামী মোঃ আবুল কালাম আদালতে আত্ম সমর্পন করেছে। আত্ম সমার্পনের পরে এই আদালতের বিচারক এসএম তারেক সামস তাকে জেল হাজতে প্রেরণ করেন। সে বাকেরগঞ্জ উপজেলা চরাদি গ্রামের সেলিম হাওলাদারের পুত্র। ঝালকাঠি নলছিটি উপজেলার তেওলা গ্রামের আব্দুল রশিদের কন্যা সালাম আক্তার ওরফে খাদিজা ২০১৫সালে ২৯ সেপ্টেম্বর আদালতে স্বামীর বিরুদ্ধে ১লক্ষ টাকার যৌতুকের নিরোধ আইনে মামলা করে। ২০১৫ সালের ৪ জানুয়ারি বিকেল ৫টায় পিত্রালয় বসে যৌতুক আদায়ের দাবীতে স্ত্রী সালমা আক্তারকে মারধর করে। ২০১৮ সালে ৫ সেপ্টেম্বর এই আদালতের তৎকালীন বিচারক রুবাইয়া আমেনা রায় প্রদান করেছিলেন।

ঝালকাঠি আজকাল