• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে বেকার যুবদের মাস ব্যাপি বিভিন্ন কোর্সের প্রশিক্ষণ শুরু

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০১৯  


যুব উন্নয়ন ঝালকাঠি জেলার উদ্যোগে বেকার যুবদের মাস ব্যাপি হাঁস মুরগী পালন এবং মোবাইল সার্ভিসিং কোর্সের উপর প্রশিক্ষণ শুরু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্ধোধন করেছেন। 
এই প্রশিক্ষণে ইতিপূর্বে পুলিশের কাছে আত্মসমর্পনকারী ১১ মাদক ব্যবসায়ী পুলিশের পুনর্বাসন কর্মসূচির আওতায় প্রশিক্ষণে অংশগ্রহন করেছে। এ প্রশিক্ষণ কোর্সে ২টি ট্রেডে ৬০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহন করছে। 
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার এস.পি সার্কেল এম. মাহামুদ হাসান, যুব উন্নয়ন অধিদপ্তরের কোঅর্ডিনেটর মোঃ আব্দুল্লালহ আল আমীন, ঝালকাঠি ডিবির ওসি ইকবাল বাহার খান বিশেষ অতিথি ছিলেন। অন্যদের মধ্যে প্রশিক্ষণার্থী শাহীন হোসেন বক্তব্য রাখেন। 

ঝালকাঠি আজকাল