• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে বাজার নিয়ন্ত্রণে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রি

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১ এপ্রিল ২০২০  

ঝালকাঠি প্রতিনিধি: করোনা ভাইসার জনিত পরিস্থিতির কারণে বাজার নিয়ন্ত্রনে টিসিবির পণ্য বিক্রি অব্যাহত রয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে টিসিবির ৪জন ডিলার মনোজ ষ্টোর,সুমন ট্রেডার্স, জিসান ষ্টোর ও রুবেল এন্টারপ্রাইজ পণ্য বিক্রয় করেছে। রিফাইন সোয়াবিন তেল ৮০ টাকা লিটার, চিনি ৫০টাকা কেজি, ডাল ৫০ টাকা কেজি ধরে বিক্রয় করা হচ্ছে।

এক একজন ডিলার প্রতিদিন একটন করে এ সকল পণ্য বিক্রি করছে। ধারাবাহিকভাবে এসকল পণ্য বিক্রি করার ফলে বাজারে নিত্য প্রয়োজনিয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রয়েছে।

এছাড়াও সরকার দিনমজুর শ্রেণিভুক্ত পরিবারে করোনা ভাইরাস পরিস্থিতি জনিত করাণে কাজ করতে না পারায় তাদেরকে বিনামূল্যে চাল,ডাল ও আলু দিয়ে সহায়তা করছে সরকার। মঙ্গলবার পর্যন্ত সরকার ৭৯ মে.টন চাল এবং ডাল ও আলু কেনার জন্য ৮ লক্ষ ৫০ হাজার টাকা বিতরণ করেছে।

এ দিয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলি মঙ্গলবার পর্যন্ত ৩৬৭০টি পরিবারকে এই সহায়তা প্রদান করেছে এবং জেলার ৪টি উপজেলা ও দুটি পৌরাসভায় সহায়তা প্রদানের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। ৭৫০০টি পরিবার প্রাথমিকভাবে এ সহায়তা পাচ্ছে বলে জানায় জেলা প্রশাসন।

 

ঝালকাঠি আজকাল