• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে নানা আয়োজনে মানবাধিকার দিবস পালিত

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৯  

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে ‘মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা’ প্রতিপাদ্যকে সামনে রেখে সমাবেশ, র‌্যালি ও আলোচনা সভাসহ নানা আয়োজনে মানবাধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসনের উদ্যোগে শহরে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। ডিসি অফিসের সামনে থেকে র‌্যালি শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণের পর তা একই স্থানে গিয়ে শেষ হয়। ঝালকাঠির জেলা   প্রশাসক মোঃ জোহর আলী র‌্যালিতে নেতৃত্ব দেন এবং পরে ডিসি অফিসের সুগন্ধা সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। 

অতিরিক্ত জেলা প্রশাসক আরিফুল ইসলামের সভাপতিত্বে মহিলা বিষয়ক অধিদফতরের উপপরিচালক আলতাফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন খান, সচেতন নাগরিক কমিটির ভারপ্রাপ্ত সভাপতি হেমায়েত উদ্দিন হিমু, জেলা মানবাধিকার কমিশনের সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী খান ও সাধারণ সম্পাদক আবু সাঈদ খান আলোচনায় অংশ নেন। সভায় মানবাধিকার সমুন্নত রাখতে তরুণ সমাজকে সম্পৃক্ত করাসহ সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, মানবাধিকার কর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন।
 

ঝালকাঠি আজকাল