• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে কলেজ ছাত্রী অপহরণ মামলায় একই পরিবারের ৪ জনকে জেল হাজতে

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২০  

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কলেজ ছাত্রী অপহরণ মামলায় একই পরিবারের ৪ জনকে জেল হাজতে পাঠিয়েছে আদালত। বুধবার ঝালকাঠির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অপহরণ মামলায় আসামী একই পরিবারের ৪ জনকে জেল হাজতে প্রেরণ করেছে। নলছিটি উপজেলার কলেজ ছাত্রী স্বর্না রানী সাহা অপহরণ মামলার আসামী আসামী মোঃ সবুজ হাওলাদার (২৬),মোঃ মানিক হাওলাদার (৫০),মোঃ জলিল হাওলাদার (৪৫),ও মোঃ খলিল হাওলাদার (৪৭)কে জেল হাজত দেয়া হয়। এরা উপজেলার কুসংগাল ইউনিয়নের সেওতা গ্রামের বাসিন্দা। চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এরা আত্মসমার্পন করে জামিন চাইলে এই আদালতের বিচারক মো: আশরাফুল ইসলাম জামিন না-মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

২০২০ সালের ১৬ অক্টোবার সকাল ১১ টায় একই গ্রামে সুভাষ চন্দ্র সাহার কন্যা স্বর্না রানী সাহাকে মানিক হাওলাদের পুত্র মো: সুমন হাওলাদার (২৪) জোর পূর্বক  অপহরণ করে নেয়। এখন পর্যন্ত প্রধান আসামি ও ভিকটিমকে পুলিশ গ্রেফতার ও উদ্বার করতে পারেনি। এই ঘটনার পর ভিকটিমের বাবা বাদি হয়ে নলছিটি থানায় মামলায় দায়ের করে। অন্য দিকে মামলা দায়ের পর প্রধান আসামি সুমন হাওলাদার সহ তার পরিবারের বাবা,ভাই ,চাচাসহ ৫ জন এজাহারভুক্ত আসামি হাইকোটের ৪ নভেম্বর থেকে ২ডিসেম্বর ২০২০ পর্যন্ত অন্তবর্তীকালীন জামিনে থাকার পরে সুমন হাওলাদার ব্যাতিত অন্য ৪ জন হাইকোটের নির্দেশনা অনুযায়ী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে  আত্মসমার্পন করে।

ঝালকাঠি আজকাল