• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে করোনায় ক্ষতিগ্রস্তদের প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৭ এপ্রিল ২০২১  

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে করোনায় ক্ষতিগ্রস্ত তিন শতাধিক মানুষকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন। আজ সোমবার সকাল ১১টায় স্থানীয় শিশু পার্কে মুক্ত মঞ্চে এ কর্মসূচির উদ্বোধন করেন বরিশালের বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি ডাল ও ৫০০ গ্রাম তেল।
খাদ্যমাসগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী,পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধরণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির,জেলা আওয়ামী লীগ সহসভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান,পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আরিফুল ইসলাম ও এনডিসি আহমেদ হাছান।

সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী নেন করোনায় ক্ষতিগ্রস্ত মানুষ। লকডাউনের মধ্যে ক্ষতিগ্রস্ত এসব মানুষ জেলা প্রশাসনের খাদ্যসামগ্রী পেয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। 

ঝালকাঠি আজকাল