• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিত শহরে জনসমাগম রোধে মাইকিং করা হচ্ছে

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৫ মার্চ ২০২০  

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে দুপুর থেকে জনসমাগম রোধে নিত্য প্রয়োজনীয় দোকান,খাবার ও ওষুধের দোকান, কাঁচাবাজার ছাড়া সব ধরণের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জোহর আলী’র আদেশেক্রমে জেলা তথ্য অফিস শহরে মাইকিং করে সর্তক করেন। রেষ্টুরেন্ট খোলা রাখা যাবে কিন্তু সেখানে বসে খাওয়া যাবে না। দুই বা ততোধিক লোক একসাথে চলাফেরা করা যাবে না। বিশেষ কাজ ছাড়া বাহিরে বের না হওয়ার জন্য বলা হলো। আদেশ অমান্য কারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিকেল থেকে সিভিল প্রশাসনকে সহায়তার জন্য সেনাবাহিনী ঝালকাঠিতে আসবেন। সেনাবাহিনী সিভিল প্রসানের চাহিদা মত এবং প্রয়োজনীয় স্থানগুলিতে মোতায়েন করা হবে এরা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে লকডাউন করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা দূর করার জন্য কাজ করবেন।
এ সংক্রান্ত প্রচারণা শুনে শহরে লোকজনের উপস্থিতি কমে এসেছে। হাট-বাজারেও ক্রেতাদের আগের মতো ভির নেই। জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না কেউই।

ঝালকাঠিতে বিদেশফেরত ১৮১জনকে হোম কোয়ারেন্টাইন রেখেছে স্বাস্থ্য বিভাগ। এদের মধ্যে নতুন করে ১০জনকে গত ২৪ ঘণ্টায় নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে রাখা হয়।

ঝালকাঠি আজকাল