• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

খেলনা পিস্তলে পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, অতঃপর…

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৯  

খেলনা পিস্তল দেখিয়ে পুলিশ পরিচয়ে বিভিন্ন অটোরিকশায় চাঁদা আদায় করে আসছিলেন মোস্তাফিজুর রহমান।  দীর্ঘদিন ধরে এভাবেই লোকজনকে ধোঁকা দিয়েছেন তিনি। অবশেষে আসল পুলিশের হাতে ধরা খেলেন এই ভুয়া পুলিশ।

বুধবার সন্ধ্যায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করেছে ট্রাফিক। মোস্তাফিজুর সদর উপজেলার মুলজান গ্রামের সেলিম মিয়ার ছেলে।

ট্রাফিক সার্জেন্ট মো. সেলিম জানান, মোস্তাফিজুর একটি খেলনা পিস্তল দেখিয়ে পুলিশ পরিচয়ে বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশায় চাঁদা আদায় করছিলেন। এ সময় সন্দেহ হলে স্থানীয়রা ট্রাফিকে খবর দেয়। পরে ট্রাফিক তাকে হাতেনাতে ধরে থানায় হস্তান্তর করে।

সদর থানার ওসি মো. রকিবুজ্জামান জানান, মোস্তাফিজুরের কাছ থেকে একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা হয়েছে।

ঝালকাঠি আজকাল