• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

কাঠালিয়ায় বিষখালী নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৫ জুলাই ২০২০  

ঝালকাঠি প্রতিনিধি: জাতীয় মৎস্য সপ্তাহর অংশ হিসেবে ঝালকাঠির কাঠালিয়া বিষখালী নদীতে অভিযান চালিয়ে ৫’শত মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জেলেরা নদীতে অবৈধ কারেন্ট জাল দিয়ে ইলিশ মাছ ধরছিল গোপন খবর পেয়ে দুপুরে বিষখালী নদীর বড়কাঠালিয়া, কচুয়া, লঞ্চঘাটসহ বিভিন্ন এলকায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার। এসময় একাধিক জেলের কাছ থেকে এসব কারেন্ট জাল উদ্ধার করা হয়। জাল ও মাছ ধরার নৌকা ফেলে পালিয়ে যায় জেলেরা।
এ অভিযানে মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মোঃ নাছির উদ্দিন, মোঃ কাওছার আহমেদ, কাঠালিয়া থানা পুলিশের একটি দল অংশ নেন।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার, উপজেলা পরিষদ মাঠে জনসম্মুখে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ফেলেন। সরকারের আইন অমান্য করে জেলেরা কারেন্ট জাল দিয়ে মাছ শিকার করলে জেলেদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ।

ঝালকাঠি আজকাল