• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

কাঠালিয়াতে ভূমিহীনদের জন্যে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২১ নভেম্বর ২০২০  

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় মানননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অগ্রাধিকার ভিত্তিতে কর্মসূচির আওতায় মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ভূমিহীনদের জন্যে ঘর নির্মানের কাজ শুরু হয়েছে। শুক্রবার কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির ও উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার আনুষ্ঠানিক ভাবে এ গৃহ নির্মানের কাজ উদ্ধোধন করেন।

কাঠালিয়া উপজেলার ভূমিহীন ৫৪টি পরিবারকে এ ঘর প্রদান করা হবে। প্রভাবশালীদের দখলে থাকা সরকারি খাস জমি অবমুক্ত করে এ ঘর নির্মান করা হচ্ছে। প্রতিটি গৃহে দুই কক্ষসহ একটি বারান্দা এবং আলাদা ভাবে রান্না ঘর ও টয়লেটের ব্যবস্থা রয়েছে। উপজেলা পরিষদের তত্ত্বাবধায়নে এক লক্ষ ৭১ হাজার টাকা ব্যয়ে এ গৃহগুলো নির্মান করা হবে।

উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা খানম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান উজির সিকদারসহ জনপ্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এ সময় দোয়া মোনাজাত পরিচালনা করেন কাঠালিয়া বন্দর জামে মসজিদ এর ইমাম ও খতিব মাওলানা মোঃ মিজানুর রহমান।

ঝালকাঠি আজকাল