• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

কাঁঠালিয়ায় বেড়িবাঁধ ভেঙে গেছে,আশ্রয় নিয়েছে দেড় হাজার মানুষ

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৪ মে ২০১৯  

ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠিতে ঘূর্ণিঝড় ‘ফণি’র প্রভাবে বিষখালী নদী তীরের বেড়িবাঁধ ভেঙে গেছে।

শুক্রবার দুপুরের পর কাঁঠালিয়া সদর ইউনিয়নের বিভিন্ন স্থানে পানি ঢুকে পড়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা। প্রশাসনের পক্ষ থেকে এসব এলাকার লোকজনকে আশ্রয় কেন্দ্রে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এছাড়াও জেলার নদনদীগুলোর পানি স্বাভাবিকের চেয়ে দুই-তিন ফুট বেড়েছে।  জেলা শহরের বিভিন্নও স্থানে পানি ঢুকে পড়েছে।  দুপুরের পর থেকেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি পড়ছে। কখনো ধমকা ও মাঝাড়ি হাওয়া বইছে জেলাজুড়ে। জেলার চারটি উপজেলায় ৪৯টি আশ্রয় কেন্দ্রে দেড় হাজার মানুষ আশ্রয় নিয়েছে। যেকোন ধরনের ক্ষয়ক্ষতি ও দুর্ঘটনা রোধে শহর, বন্দর, গ্রাম জুড়ে চলছে মাইকিংয়ের মাধ্যমে সতর্কবার্তা প্রচার করা হচ্ছে। নদীতীরবর্তী স্থানগুলোতে লাল পতাকা টাঙিয়ে সতর্ক সংকেত দেখানো হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রস্তুতি নিয়েছে নদী তীরবর্তী বাসিন্দারা। ইতোমধ্যে ঘরের মালামাল অন্যত্র সরিয়ে নিয়েছেন তারা।

এদিকে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি দফায় দফায় সভা করে প্রস্তুতিমূলক নানা ব্যবস্থা গ্রহণ করেছে। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন মাতুব্বর জানান, সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলার জন্য জেলা প্রশাসনের কাছে ৩৪২ মেট্রিকটন চাল, দুই হাজার প্যাকেট শুকনা খাবার ও নগদ সাত লাখ টাকা মজুদ রয়েছে।

ঝালকাঠি আজকাল