• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

কাঁঠালিয়ায় বাল্যবিয়ের দায়ে বরের পিতা ও ঈমামকে জেল

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১২ মার্চ ২০২০  

কাঁঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঁঠালিয়ায় বাল্য বিয়ের আয়োজনের দায়ে বরের পিতা ও ঈমামকে জেল ও অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার (১১ মার্চ) রাতে আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন। 

আদালত সুত্রে জানাযায়, উপজেলা সদরের মো.সান্টু খানের ছেলে সিহাব খান (১৯) এর সাথে উত্তর আনইলবুনিয়া গ্রামের আঃ মান্নান মিয়ার মেয়ে ও কাঠালিয়া পাইলট গালর্স স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণীর ছাত্রী মিম আক্তার (১৪) বিয়ের আয়োজন চলছিল। কনের পিতা-মাতা অনুপস্থিতিতে বরের বাড়ীতে এ বিয়ের আয়োজন করা হয়। 

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরের বিয়ে বাড়ীতে উপস্থিত হন। এ সময় বর ও কনে পালিয়ে যায়। 
পরে আদালত বরের পিতা মো.সান্টু খান এবং বিয়ে পড়াতে আসা ঈমাম উপজেলার পশ্চিম আউরা গ্রামের শাহারুল মুন্সির ছেলে সোহাগ মুন্সি উভয়কে এক বছর করে বিনাশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা করে অর্থদন্ড অনাদায়ে আরো ২ মাসের জেলের আদেশ হয়।  

 

ঝালকাঠি আজকাল