• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

কাঁঠালিয়ায় অবৈধ কারেন্ট জাল আটক

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১২ মার্চ ২০২০  



ঝালকাঠির কাঁঠালিয়ায় বিষখালী নদীতে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আটক করা হয়েছে। 
জব্দকৃত জাল প্রকাশ্যে উপজেলা পরিষদ মাঠে বসে পুড়িয়ে দেওয়া হয়েছে। যার বাজার মুল্য আনুমানিক দুই লক্ষ টাকা।
বুধবার (১১ মার্চ) বিকেলে বিষখালী নদীতে জাটকা নিধন অভিযানের সময় এ অবৈধ কারেন্ট জাল আটক করা হয়। 
অভিযানের খবর পেয়ে জেলেরা জাল ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন। এ সময় উপজেলা মৎস্য অফিসার মো.আবুল কালাম আজাদ, থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায়, এসআই মো.মাহমুদ হোসেনসহ মৎস্য অফিসের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জব্দকৃত জাল উপজেলা পরিষদ মাঠে এনে প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়েছে। ১লা নভেম্বর থেকে ৩১ জুন জাটকা নিধন অভিযান চলছে।

ঝালকাঠি আজকাল