• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

আদর্শিক শিক্ষার মাধ্যমে সুযোগ্য সন্তান গড়ে তুলতে হবে: আমু

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৬ ফেব্রুয়ারি ২০২১  

ঝালকাঠি প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামীলিগের উপদেষ্টা মন্ডলির সদস্য ও ১৪ দলের সমন্বয়ক জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি বলেছেন, সুষ্ঠ শিক্ষা ব্যবস্থাকে গড়ে তোলার জন্যই শিক্ষকদের বড় ভূমিকা রয়েছে। সরকার শিক্ষানীতি মাল্টিমিডিয়া ক্লাস সহ নানা ধরনের শিক্ষা ক্ষেত্রে উন্নয়ন কর্মকান্ড গ্রহন করলেও শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ও বিপদগামীতা রোধ করা সম্ভব হচ্ছে না। শিক্ষকদের আদর্শবান হয়ে শিক্ষার্থীদের প্রকৃত শিক্ষা প্রদানের মধ্যে দিয়েই ছাত্রদের বিভ্রান্তি ও বিপদগামী কাটিয়ে আদর্শিক শিক্ষার পথে এনে তাদের সুযোগ্য সন্তান হিসাবে গড়ে তুলতে হবে। তিনি শনিবার ঝালকাঠির শিল্পকলা একডেমি মিলনায়তনে বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) এর গৌরবময় শতবর্ষ পূর্তি র‌্যালী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে (ভার্চুয়াল) এ কথা বলেছেন।
 
বাংলাদেশ শিক্ষক সমিতির উদ্যোগে শনিবার শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনষ্ঠান এবং ব্যলী আয়োজনের মধ্যে দিয়ে দিনটি পালন করেন। এই আলোচনা সভায় জেলা প্রশাসক মো. জোহর আলী, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, জেলা আওয়ামী লিগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ সরদার মো. শাহআলম, জেলা আওয়ামী লিগের সাধারন সম্পাদক এ্যাড খান সাইফুল্লাহ পনির, বরিশালের বি আই এস ই এর বিদ্যালয় পরিদর্শক প্রফেসর মো. আব্বাস উদ্দিন খান, ঝালকাঠি পৌর মেয়র আলহাজ¦ লিয়াকত আলী তালুকদার, জেলা আওয়ামী লিগের যুগ্ম সম্পাদক তরুন কর্মকার, উপজেলা আওয়ামী লিগের সাধারন সম্পাদক হাফিজ আল মাহমুদ ও নলছিটির উপজেলা শিক্ষা অফিসার মো. আনোয়ার আজিম বিশেষ অতিথী ছিলেন। সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির ঝালকাঠি জেলা শাখার সভাপতি মো. তোফাজ্জাল হোসেন হাওলাদার। এর পরে স্থানীয় শিল্পিদের সমন্বয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঝালকাঠি আজকাল