• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

দাবায় ভারতীয় গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে বাংলাদেশের নাসিরের জয়

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২১  

আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টারস দাবা প্রতিযোগিতায় বাংলাদেশের ফিদে মাস্টার শেখ নাসির আহমেদ ভারতীয় গ্র্যান্ডমাস্টার দীপ সেনগুপ্তকে হারিয়ে চমক দেখিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে গতকাল রবিবার রাজধানীর একটি হোটেলে এ আয়োজন করা হয়। 

ফিদেমাস্টার নাসির সাদা ঘুঁটি নিয়ে ভারতের গ্র্যান্ডমাস্টার দীপের বিরুদ্ধে ইংলিশ ওপেনিংয়ে খেলা শুরু করেন। পরবর্তীতে জয়তু শেখ হাসিনা টুর্নামেন্টের প্রথম রাউন্ডেই এন্টি ক্যাটালান ডিফেন্স ধরার খেলায় ৯০ চালের মাথায় জয়ী হন তিনি ।

এছাড়া প্রথম দিনে শ্রীলংকার ক্যান্ডিডেটমাস্টার লিয়ানাগে রানিনদু দিলশান ইরানের গ্র্যান্ডমাস্টার গায়েম এহসান মাগামির সাথে ড্র করেন। ইউক্রেনের গ্র্যান্ডমাস্টার আন্দ্রে সুমিট বাংলাদেশের ফিদেমাস্টার মো. তৈয়বুর রহমানকে, ইরানের গ্র্যান্ডমাস্টার মোসাদ্দেকপুর মাসুদ বাংলাদেশের ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগকে, ভারতের আন্তর্জাতিকমাস্টার মিত্রভা গুহ বাংলাদেশের ফিদেমাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমনকে, বেলজিয়ামের গ্র্যান্ডমাস্টার ভাদিম মালাখাতকো বাংলাদেশের অনত চৌধুরীকে, ভারতের আন্তর্জাতিকমাস্টার অরন্যক ঘোষ বাংলাদেশের ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড়কে, ভারতের আন্তর্জাতিকমাস্টার সংকলপ গুপ্তা শফিক আহমেদকে পরাজিত করেছেন।

বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান স্বদেশি স্বর্নাভো চৌধুরীকে, ভারতের আন্তর্জাতিকমাস্টার নীলাশ সাহা ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরীকে, ভারতের আন্তর্জাতিক মাস্টার সামেদ জয়কুমার শেঠী ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদকে, ইউক্রেনের গ্র্যান্ডমাস্টার ক্যান্ডিডেটমাস্টার মো. জামাল উদ্দিনকে, কিরগিজস্তানের আন্তর্জাতিকমাস্টার আসেল আবদেলজাফর জাবেদ আল আজাদকে, গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব দেলোয়ার হোসেনকে পরাজিত করেছেন।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান আজ সোমবার সন্ধ্যায় হোটেল লা মেরিডিয়ানের স্কাই বলরুমে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ দাবা ফেডারেশন ও সাউথ এশিয়ান দাবা কাউন্সিলের সভাপতি ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

ঝালকাঠি আজকাল