• বুধবার ০১ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২১ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ইমার্জিং কাপের ফাইনালে আজ পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৯  

ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের কাছে জাতীয় দলের ২ রানে হারের আক্ষেপ ঘোচাতে চায় ইমার্জিং টাইগাররা। জয়ের বিকল্প দেখছেনা পাকিস্তানও। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সকাল ৯ টায়। খেলাটি সরাসরি দেখাবে স্টার স্পোর্টস।


পাকিস্তানের বিপক্ষে এই মিরপুরে সাকিব-তামিমরা এশিয়া কাপের ফাইনালে হেরেছিলো মাত্র ২ রানে। এবার ইমার্জিং এশিয়া কাপ। প্রথমবার ফাইনালে উঠেছে বাংলাদেশে। জাতীয় দলের সেই আক্ষেপটা কিছুটা হলেও কি ঘুচাতে পারবে ইমার্জিং টাইগাররা।

বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, যে ম্যাচটা আমরা হেরেছিলাম, সেটা একটা ক্লোজিং ম্যাচ ছিলো। আমরা আশা করেছিলাম ম্যাচটা আমরা জিতবো কিন্তু দুর্ভাগ্য আমরা হেরেছিলাম। আমরা ওসব নিয়ে চিন্তা করছি না।

টুর্নামেন্টের শুরু থেকে দুর্দান্ত খেলছে সৌম্য-শান্তরা। ফাইনালেও সেটা ধরে রাখার আশা। মাঠে কিছু দর্শকও যদি আসে খেলাটা জমবে ভালো।

নাজমুল বলেন, অবশ্যই ওরা ভালো দল। ওদেরকে নিয়ে বেশি চিন্তা না করে আমাদের পরিকল্পনা নিয়েই বেশি চিন্তা করছি। আমরা পরিকল্পনানুযায়ী খেলতে পারলে ওদেরকে হারানো সম্ভব।

পাকিস্তার ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে। আত্মবিশ্বাসী দলটা চায় সে খেলাটা ধরে রাখতে। হাসনাইনের মতো গতির পেসার হতে পারে তুরুপের তাস।

ঝালকাঠি আজকাল