• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৬ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
প্রতিজ্ঞা করেছিলাম ফিরে আসবোই: শেখ হাসিনা জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি: শেখ হাসিনা আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে আছে : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর

চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের দুর্দান্ত জয়

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৪ অক্টোবর ২০১৯  

চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের দুই মাচ পর স্বরূপে দেখা গেছে লিভারপুলকে। ‘ই’ গ্রুপে হেঙ্কের মাঠে বুধবার রাতে ৪-১ গোলে জিতেছে গতবারের চ্যাম্পিয়নরা। প্রতিপক্ষের মাঠে লিভারপুলের শুরুটা হয় দুর্দান্ত। ফাবিনিয়োর কাছ থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে গড়ানো শটে বার ঘেঁষে বল জালে পাঠান অক্সলেইড-চেম্বারলেইন।

 

 

খেলার প্রথমার্ধে সমতা ফেরার সুযোগ পায় হেঙ্ক। ভার্জিল ফন ডাইককে ফাঁকি দিয়ে এগিয়ে যান মোওয়ানা সামাতা। বুক দিয়ে বল নামিয়ে বিপজ্জনক জায়গা থেকে তিনি লক্ষভ্রষ্ট শট নিলে হাতছাড়া হয়ে যায় সুবর্ণ সুযোগ। 

দ্বিতীয়ার্ধে ৫৭তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত ফিনিশিংয়ে ঠিকানা খুঁজে নেন অক্সলেইড-চেম্বারলেইন। ফিরমিনোর কাছ থেকে বল পেয়ে ডান পায়ে উঁচু করে শট নেন এই ইংলিশ মিডফিল্ডার। ক্রসবারের নিচের দিকে লেগে জালে যায় বল।

ফিরমিনো-সালাহ-মানের নিখুঁত সব পাসের যোগফল তৃতীয় গোল। ৭৭তম মিনিটে সালাহর বাড়ানো বল ছুটে গিয়ে কিপারের ডাইভ এড়িয়ে জালে জড়ান মানে।

১০ মিনিট পর অসাধারণ একক নৈপুণ্যে ব্যবধান বাড়ান সালাহ। ঘিরে থাকা ডিফেন্ডারদের পায়ের কারিকুরিতে ফাঁকি দিয়ে আড়াআড়ি শট নেন। পোস্টে লেগে জালে যায় বল। পরের মিনিটে ব্যবধান কমায় হেঙ্ক। ডিউমার্সি এডনগালার কাটব্যাকে দারুণ দক্ষতায় জাল খুঁজে নেন স্টিভেন ওডেয়।

গ্রুপের অন্য ম্যাচে সালসবুর্ককে ৩-২ গোলে হারিয়ে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নাপোলি। হেঙ্ককে হারিয়ে ৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে লিভারপুল। সালসবুর্ক ৩ পয়েন্ট নিয়ে আছে তিনে। সবার নিচে থাকা হেঙ্কের পয়েন্ট ১।

ঝালকাঠি আজকাল