• সোমবার ২০ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৬ ১৪৩১

  • || ১১ জ্বিলকদ ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
চাকরির পেছনে না ছুটে যুবকদের উদ্যোক্তা হওয়ার আহ্বান ‘সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না’ যত ষড়যন্ত্র হোক, আ.লীগ সংবিধানের বাইরে যাবে না: ওবায়দুল কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ

পাকিস্তানে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দল

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৯  

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ ক্রিকেট দল। আসন্ন সফরে দু’টি তিন দিনের ম্যাচ ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। নিরাপত্তা বিষয়ে সবুজ সংকেত পাওয়ায় পাকিস্তানে দল পাঠানোর সিদ্বান্ত নেয়া হয়েছে বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্মকর্তা জানিয়েছেন।

তিন দিনের ম্যাচ দিয়ে শুরু হবে সফর। তার আগে দুই দিন অনুশীলনের সুযোগ পাবে বাংলাদেশ দল। ২৫ অক্টোবর থেকে রাওয়ালপিন্ডির কেআরএল ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে তিন দিনের প্রথম ম্যাচ। সিরিজের সব ম্যাচই অনুষ্ঠিত হবে এ স্টেডিয়ামে। ৩০ অক্টোবর থেকে শুরু হবে দ্বিতীয় তিন দিনের ম্যাচ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে ৪,৬ ও ৮ নভেম্বর। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সবগুলো ম্যাচই সরাসরি সম্প্রচার করবে বলে বিসিবির পক্ষ থেকে জানানো হয়।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল : তানবীর আলম শাম, অনিক চাকি, নাইম আহমেদ (অধিনায়ক), রেদোয়ান হোসেন সিয়াম, আমির হোসেন আসিফ, মিনহাজুল হাসান মগ, তৌহিদুল ইসলাম ফেরদৌস, মাজহারুল হক রুপম, আরাফাত ইসলাম, লিয়ম হোসেন, শামসুল ইসলাম ইপোন, আহসান হাবিব লিওন, মোহাম্মদ মুশফিক হাসান, আশিকুর জামান ও আহম্মদ শরীফ।

স্ট্যান্ড-বাই : নাইম ইসলাম, মোহাম্মদ হানিফ বিশ্বাস, রাকিবুল ইসলাম অনিক, ফাহিম হাবিব মোর্শেদ, ফয়সাল খান মাহফুজ।

ঝালকাঠি আজকাল