• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:

আবারও ফুটবলে ফিরতে পারেন আর্জেন্টাইন তারকা আগুয়েরো

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৪  

আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো আবারও ফুটবলে ফিরতে পারেন। এমনটাই বলেছেন তার হৃদরোগ বিশেষজ্ঞ। এমন খবরে বিস্ময় প্রকাশ করেছেন আগুয়েরো। হৃদরোগের কারণে ২০২১ সালেই ফুটবল থেকে অবসর নিতে হয়েছিল সার্জিও আগুয়েরোর। বার্সেলোনার হয়ে খেলাকালীন কার্ডিয়াক অ্যারিথমিয়ায় ভুগছিলেন তিনি। তবে তার কার্ডিওলজিস্টের কাছ থেকে সম্প্রতি একটি বার্তা পাওয়া গেছে যে, আগুয়েরো আবার ফুটবল খেলতে পারবেন।

আগুয়েরোর কার্ডিওলজিস্টের বার্তা সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। সেখানে ডাক্তার বলেছেন, তিনি আবারও ফুটবল খেলতে পারবেন।  ‘এটা সম্ভব। তুমি খুব ভালো করছ’, বলে উল্ল্যেখ করেছেন।

ডাক্তার বলেছেন, ‘এখন পর্যন্ত যেভাবে সবকিছু চলছে, তাতে আগুয়েরোর খেলতে কোনো সমস্যা হবে না। মাঠে নামার আগে যৌক্তিকভাবে পরীক্ষা করতে হবে এবং সেখানে এমনভাবে দৌড়াতে হবে যেন, বাস্তবে খেলা চলছে। এভাবেই নিজেকে প্রস্তুত করা সম্ভব।’

আগুয়েরোর ডাক্তার আরও বলেছেন, ‘আমি বলব... প্রস্তুত হও, আশা আছে। তিনি খুব ভাল করছেন এবং কিছু সময় খেলার জন্য ভালো অবস্থানে রয়েছেন। তবে আমরা আরও কিছুটা নিরীক্ষণ করতে যাচ্ছি। সবমিলিয়ে বলছি, হ্যাঁ এটা সম্ভব।’

এর আগে আগুয়েরো বলেছিলেন, ‘আমি ছয়মাস বা এক বছর ফুটবল খেলতে চাই। দরকার পড়লে এর পরে আমি আমার বুট তুলে রাখব। কিন্তু সেটি আমি করতে পারিনি।’

ঝালকাঠি আজকাল