• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
যত ষড়যন্ত্র হোক, আ.লীগ সংবিধানের বাইরে যাবে না: ওবায়দুল কাদের শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আগামীকাল ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির আহতদের চিকিৎসায় আন্তর্জাতিক সংস্থাগুলোর ভূমিকা চান প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য কার্যকর জনসংখ্যা ব্যবস্থাপনা চান প্রধানমন্ত্রী বিএনপি ক্ষমতায় এসে সব কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয় চমক রেখে বিশ্বকাপের দল ঘোষণা করল বাংলাদেশ শেখ হাসিনার তিন গুরুত্বপূর্ণ সফর: প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ এআইকে স্বাগত জানায় তবে অপব্যবহার রোধে পদক্ষেপ নিতে হবে

আমরা সবাই ‘বিচারক’: প্রধান বিচারপতি

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৪ মে ২০২৪  

প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, প্রত্যেক পরিবারে, প্রত্যেক সমাজে বিচার মানে হচ্ছে ন্যায় সঙ্গত চিন্তা করা। এই ন্যায় চিন্তা থেকেই আমরা ন্যায় বিচারক হয়ে উঠি। শুক্রবার (৩ মে) রাতে মৌলভীবাজার পৌরসভার আয়োজনে এক নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

 তিনি বলেন, আমরা বিচারকের আসনে বসে বিচার করি। কিন্তু রাস্তার ট্রাফিক পুলিশও একজন বিচারক। কারণ তিনি কোন গাড়ি যেতে দিবেন আর কোন গাড়িকে দিবেন না এটি তার বিচারের উপর নির্ভর করে।

প্রধান বিচারপতি বলেন, আমরা সবাই কোনো না কোনো কিছুর বিচার করি, সবাই বিচারক। তাই আপনি যে স্তরেই থাকেন না কেনো সবক্ষেত্রে ন্যায় বিচারক হওয়াটা খুবই জরুরি।  তিনি আরও বলেন, প্রধান বিচারপতি হিসাবে আমার উপর দায়িত্ব পড়েছে প্রথাগত বিচারটা করা। সেখানে আমাদের অবশ্যই নির্মোহ বিচার করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, জেলা ও দায়রা জজ আল মাহমুদ ফয়জুল কবির, মৌলভীবাজারের জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, পুলিশ সুপার মো. মনজুর রহমানসহ নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।

ঝালকাঠি আজকাল