• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:

ইমরানুরের সামনে ইতিহাস গড়ার হাতছানি

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৪  

ইনডোর অ্যাথলেটিক্সের ফাইনালে নাম লিখিয়েছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। সেমিফাইনালে প্রথম হিটে পাঁচ নম্বর লেনে দৌড়েছেন ইমরানুর। নিজের হিটে ৬.৬০ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়ে ফাইনাল নিশ্চিত করেছেন তিনি।

বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিলেন। এশিয়ান ইনডোরে টানা কারও চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড নেই। এবার ইমরানুরের সামনে ইতিহাস গড়ার হাতছানি।

এরআগে নিজের হিটে দ্বিতীয় ও চার হিট মিলিয়ে হয়েছেন চতুর্থ হয়ে সেমিফাইনালে উঠেছিলেন ইমরান। হিটে ৬ দশমিক ৬২ সেকেন্ডে দৌড় শেষ করেন এই ৩০ বছর বয়সী অ্যাথলেট।

গত বছর কাজাখস্তানে হওয়া এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ৬ দশমিক ৫৯ সেকেন্ড টাইমিং করে সোনা জিতেছিলেন ইমরানুর। ওই আসরে সেমি-ফাইনালে দৌড় শেষ করেছিলেন ৬ দশমিক ৬১ সেকেন্ডে। হিটে তার টাইমিং ছিল ৬ দশমিক ৭০ সেকেন্ড।

ঝালকাঠি আজকাল