• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

জিমেইলের বার্তাকে বাড়তি সুরক্ষিত দেয় ‘কনফিডেনশিয়াল মোড’

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৩  

জিমেইলে গুগল টিএলএস  বা স্ট্যান্ডার্ড এনক্রিপশন নামের এক ধরনের প্রযুক্তি আমাদের ইমেইলগুলোকে তুলনামূলকভাবে সুরক্ষিত ও গোপন রাখে। তবে ইমেইলের মাধ্যমে পাঠানো ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা আরও বাড়ানোর কিছু উপায় রয়েছে, যার মধ্যে গুগলের ‘কনফিডেনশিয়াল মোডের’ ব্যবহার অন্যতম।
২০১৮ সালে জিমেইলের জন্য গুগলের কনফিডেনশিয়াল মোড চালু হয়। বিশেষ এই সেটিংয়ের মাধ্যমে পাঠানো ইমেইল বা মেসেজের সঙ্গে একটি ‘মেয়াদ’ থাকে। মেয়াদের সময় পার হলেই মেইলটি নিষ্ক্রিয় হয়ে যায়।

কনফিডেনশিয়াল মোড কাজে লাগিয়ে ই-মেইল পাঠানোর পদ্ধতি দেখে নেয়া যাক

কনফিডেনশিয়াল মোড ব্যবহারের জন্য প্রথমে কম্পিউটার থেকে জিমেইল অ্যাকাউন্ট লগইন করতে হবে।
এরপর ওপরের বাঁ দিকে থাকা কম্পোজ বাটনে ক্লিক করে গতানুগতিক পদ্ধতিতে প্রাপকের ই-মেইল ঠিকানা, বিষয়বস্তু লিখতে হবে।
এবার নিচের দিকে থাকা প্যাডলক ক্লক আইকনে ক্লিক করে কনফিডেনশিয়াল মোড চালু করতে হবে।
প্যাডলক ক্লক আইকনে ক্লিক করার পর সেট এক্সপাইরেশন অপশন থেকে ই–মেইলের সুরক্ষার তারিখ নির্ধারণ করতে হবে।
এরপর সেন্ড বাটনে ট্যাপ করলেই ই-মেইলটি নির্দিষ্ট ঠিকানায় চলে যাবে।
উল্লেখ্য, জিমেইলের কনফিডেনশিয়াল মোডে এসএমএস পাসকোড ব্যবহারের সুযোগ থাকলেও এ সুবিধা এখনো বাংলাদেশে চালু হয়নি।

ঝালকাঠি আজকাল