• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

করোনার সময়ে জনপ্রিয় ‘নেটফ্লিক্স পার্টি’

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৯ মার্চ ২০২০  

বিশ্বব্যাপী করোনা সংক্রমণ মহামারি আকার ধারণ করায় শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি অনেক প্রতিষ্ঠান বন্ধ থাকায় স্বেচ্ছায় বা বাধ্যতামূলকভাবে ঘরে থাকতে হচ্ছে অগণিত মানুষকে। ঘরের বাইরে যেতে না পারলে কী হবে, ঠিকই ভিন্ন স্থানে থাকা বন্ধুদের সঙ্গে ‘নেটফ্লিক্স পার্টি’ নামের ক্রোম এক্সটেনশন কাজে লাগিয়ে অনলাইনে সিনেমা দেখছেন নেটফ্লিক্স ব্যবহারকারীরা। 

করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে ঘরে থাকা ব্যক্তিদের কথা মাথায় রেখে সম্প্রতি ফিচারটির হালনাগাদ সংস্করণ উন্মুক্ত করার পাশাপাশি আরো ছয়টি সার্ভার চালু করেছে অনলাইন স্ট্রিমিং সাইটটি। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা বন্ধুদের সঙ্গে অনলাইনে একই সময়ে ভিডিও দেখার সুযোগ দিয়ে থাকে ‘নেটফ্লিক্স পার্টি’। ফিচারটি কাজে লাগিয়ে একসঙ্গে বসে সিনেমা বা ভিডিও দেখার মজা পাওয়ার পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মধ্যে আলোচনাও করা যায়।

ঝালকাঠি আজকাল