• বুধবার ০৮ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৮ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
প্রতিজ্ঞা করেছিলাম ফিরে আসবোই: শেখ হাসিনা জনগণের শক্তি নিয়েই এগিয়ে যাচ্ছি: শেখ হাসিনা আজ হজ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৭ মে: গনতন্ত্র পুনরুদ্ধারে শেখ হাসিনার দেশে ফেরা প্রধানমন্ত্রীর সঙ্গে আইওএম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ আহসান উল্লাহ মাস্টার ছিলেন শ্রমজীবী খেটে খাওয়া মানুষের সংগ্রামী জননেতা : প্রধানমন্ত্রী সুন্দরবনে আগুন নিয়ন্ত্রণে আছে : প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে আরও দক্ষ করে গড়ে তোলা হচ্ছে : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী সংকটে জনগণের পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করেছে উপজেলা নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে মন্ত্রী-এমপিদের নির্দেশ প্রধানমন্ত্রীর

কল হোল্ড ও কল ওয়েটিং সুবিধা থাকছে না হোয়াটস্যাপে

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৯  

আইওএস’র পর এবার অ্যান্ড্রয়েডে কল ওয়েটিং সেবা চালু করলো হোয়াটসঅ্যাপ। এখন থেকে ব্যবহারকারী হোয়াটসঅ্যাপ দিয়ে কথা বলার সময় অন্যকোনও নম্বর থেকে ফোন এলে সেটি কেটে না গিয়ে বরং ব্যবহারকারীর কাছে কল ওয়েটিং দেখাবে। এরপর ব্যবহারকারী তার সুবিধামতো যেকোনও কলে কথা বলতে পারবেন। তবে ‘কল হোল্ড’-এর সুবিধাটি থাকছে না। সেইসঙ্গে থাকছে না কল কনফারেন্সের সুবিধাও।

সংবাদ মাধ্যম আইএএনএস জানায় কল ওয়েটিংয়ের সুবিধাটি হোয়টসঅ্যাপের নতুন আপডেটে পাওয়া যাবে। এটি স্ট্যাবল এবং বেটা উভয় সংস্করণেই দেওয়া হয়েছে। এই সংস্করণে ব্যবহারকারী কথা বলা অবস্থায় নতুন কোনও কল এলে স্ক্রিনে ‘এন্ড অ্যান্ড একসেপ্ট’ আর ‘ডিক্লাইন’ এই দু’টি বাটন দেখাবে। ব্যবহারকারী ডিক্লাইন বাটন প্রেস করলে নতুন কলটি কেটে যাবে আর “এন্ড অ্যান্ড একসেপ্ট’ বাটনটি প্রেস করলে চলমান কলটি কেটে নতুন কলের সঙ্গে সংযুক্ত হতে পারবেন।

নতুন আপডেটে প্রাইভেসি ফিচারকেও আরও শক্তিশালী করা হয়েছে। যেমন ফিঙ্গারপ্রিন্ট আনলকের সুবিধাটি নতুন আপডেটে যুক্ত করা হয়েছে। এছাড়া একজন ব্যবহারকারীকে অন্য ব্যবহাকারীরা হোয়াটসঅ্যাপ কলে যুক্ত করতে পারবেন কিনা সেটাও নিয়ন্ত্রণের সুবিধা দিয়েছে হোয়াটসঅ্যাপ।

ঝালকাঠি আজকাল