• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:

পিন করে রাখা মেসেজ আবার দেখবেন যেভাবে

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৪  

মেসেঞ্জারে ব্যক্তিগত বার্তা আদান-প্রদানের পাশাপাশি অনেক দরকারি বার্তাও থাকে। দীর্ঘদিন ব্যবহারে অনেক বার্তার মাঝে কোনও প্রয়োজনীয় বার্তা অর্থাৎ তথ্য খুঁজে পাওয়া যায় না সহজে। তাই অন্যান্য মেসেজিং অ্যাপের মতো ফেসবুক মেসেঞ্জারেও প্রয়োজনীয় বার্তা পিন করে রাখার সুযোগ আছে। এতে বার্তাগুলো একেবারে উপরে থাকে বলে সেগুলো সহজেই পাওয়া যায়। কিন্তু সমস্যা হলো একটি নির্দিষ্ট সময় পর সেগুলোর পিন আপনা-আপনি সরে যায়। তবে সরে গেলেও সেগুলো আবারও দেখার সুযোগ রয়েছে। নিচে সেই পদ্ধতি দেওয়া হলো-

১. স্মার্টফোন থেকে মেসেঞ্জার অ্যাপে গিয়ে পিন করা মেসেজ খুঁজতে হবে।

২. এবার সেই মেসেজ বক্সে প্রবেশ করে উপরে ডানে ‘আই’ আইকনে ট্যাপ করতে হবে।

৩. স্ক্রল করে ‘মোর অ্যাকশনস’ অপশনের নিচে থাকা ‘ভিউ পিনড মেসেজ’ ট্যাপ করলেই পিন করা সব মেসেজ দেখাবে।

পিন করা মেসেজের সঙ্গে প্রাসঙ্গিক মেসেজগুলো দেখতে ডান দিকে থাকা অ্যারোতে ট্যাপ করতে হবে।

তাহলে পিন করা বার্তার আগে বা পরে পাঠানো বার্তাগুলো দেখা যাবে।

ঝালকাঠি আজকাল