• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:

হোয়াটসঅ্যাপে আসছে ব্লুটুথ শেয়ারিংয়ের মতো ফিচার

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৪  

মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ নতুন ফিচার নিয়ে পরীক্ষা চালাচ্ছে। এই ফিচারের সাহায্যে ব্যবহারকারীরা তাদের কাছাকাছি থাকা ব্যক্তিদের মধ্যে ফাইল শেয়ার করতে পারবেন ‘ইনস্ট্যান্টলি’। যা অনেকটাই এয়ারড্রপ কিংবা শেয়ারইটের মতো।
হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ডব্লিউএবেটাইনফো বিষয়টি প্রথম ফাঁস করেছে। সাধারণভাবে একটি ডিভাইস থেকে অন্য ডিভাইসে ফাইল শেয়ারিং সম্ভব ব্লুটুথ কানেক্টিভিটির মাধ্যমে। এবার সেই পথেই হাঁটতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

আপনাকে ২ জিবি পর্যন্ত ফাইল শেয়ারের অনুমতি দেবে মেটার এই অ্যাপ। ব্যবহারকারীরা যাতে খুব সহজে এবং কম সময় ফাইল ও ডেটা একটি ডিভাইস থেকে অন্যত্র স্থানান্তরিত করতে পারেন সেজন্যই এই নতুন ফিচার চালু করার পরিকল্পনা করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

প্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশের মতে হোয়াটসঅ্যাপে এই ফিচার একবার চালু হয়ে গেলে ব্যবহারকারীদের মধ্যে এটি জনপ্রিয় হয়ে যাবে। কারণ এভাবে ফাইল শেয়ার করতে গেলে অনেক কম সময় লাগবে। তবে এখন হোয়াটসঅ্যাপে যেভাবে ফাইল শেয়ার করা যায়, নতুন ফিচারের সাহায্যে প্রক্রিয়া একটু জটিল হবে বলেও মনে করা হচ্ছে।

প্রথমে ব্যবহারকারীদের নিজেদের ফোন ঝাঁকাতে হবে। দুই ব্যবহারকারীকে হোয়াটসঅ্যাপের শেয়ার ফাইল সেকশনের অন্তর্ভুক্ত হতে হবে। তবে এক্ষেত্রেও ব্যবহারকারীদের সুরক্ষার দিকে নজর দিয়েছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। পুরো ব্যাপারটাই এন্ড-টু-এন্ড এনক্রিপশন পদ্ধতিতে সুরক্ষিত থাকবে।

সর্বোপরি বিটা ভার্সন এবং তারপর সমস্ত ব্যবহারকারীর জন্য এই ফিচার চালু না হলে তা ব্যবহারের কোনো প্রশ্নই আসছে না।

ঝালকাঠি আজকাল