• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

সম্পত্তির ভাগ বুঝে নিতে বেগম খালেদা জিয়ার শরণাপন্ন হবেন শর্মিলা!

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৮ আগস্ট ২০১৯  

শনিবার (৩ আগস্ট) মালয়েশিয়া থেকে ঢাকায় এসেছেন দুর্নীতির দায়ে দণ্ডিত বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার প্রয়াত কনিষ্ঠ পুত্রের স্ত্রী শর্মিলা রহমান সিঁথি।

বেগম জিয়ার সাথে সাক্ষাৎ করতে দেশে এসেছেন এমন খবর ছড়িয়ে পড়লেও, গুঞ্জন উঠেছে-বগুড়ায় বাবা জিয়াউর রহমান এবং ফেনীতে বেগম জিয়ার মায়ের সম্পত্তির অংশে স্বামীর প্রাপ্য ভাগ নিতে দেশে এসেছেন শর্মিলা রহমান সিঁথি।

গুঞ্জনের বিষয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জায়গা জমির ভাগ নিয়ে প্রায় প্রতিটি পরিবারে এমন সমস্যা রয়েছে। শর্মিলা স্বামীর ভাগ নিতে আসলেও এটা নিয়ে সবার কেনো এতো মাথা ব্যথা, তা আমি বুঝতে পারছি না। শর্মিলা জিয়া পরিবারের সদস্য। এই পরিবারের সম্পত্তির ওপর তারও অধিকার রয়েছে।

তবে বিষয়টিকে ভিন্নভাবে ব্যাখ্যা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ বলেন, অনেক বছর মালয়েশিয়া থাকার পর শর্মিলা ঢাকা এসেছেন হাওয়া পরিবর্তন করতে, এর বেশি কিছু নয়। জানতে পেরেছি, সরকারের সাথে দেন-দরবার চূড়ান্ত হলে বিএনপি চেয়ারপারসন ম্যাডামের প্যারোলে মুক্তি মিলতে পারে। বেগম খালেদা জিয়া যদি প্যারোলো মুক্তি পান তাহলে তিনি চিকিৎসার জন্য সৌদি আরব যাবেন। আর শর্মিলা রহমান সিঁথি ও হতে পারেন খালেদা জিয়ার সফরসঙ্গী। এ কারণেই তিনি ঢাকায় এসেছেন।

এদিকে জানা গেছে, বর্তমানে বেগম জিয়া একটি মামলা বাদে সবকটি মামলায় আগাম জামিনে রয়েছেন। বিএনপির একটি নির্ভরযোগ্য সূত্র থেকে খবর পাওয়া গেছে যে, শর্মিলা ১৫ দিন দেশে থাকবেন। বিএনপির নির্ভরযোগ্য সূত্রটি আরো জানিয়েছে, তিনি দলের রাজনৈতিক কোনো কার্যক্রমে সম্পৃক্ত হবেন না কিংবা দলের কোনো নেতাদের সঙ্গে দেখাও করবেন না।

প্রসঙ্গত, ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান আরাফাত রহমান কোকো।

ঝালকাঠি আজকাল